৬৬হাজার প্রাথমিক বিদ্যালয়ে কর্ম বিরতি পালন

0
178
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে দেশের সকল (৬৬হাজার) প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন হয়েছে। প্রাথমিক শিক্ষকদের ১৪টি সংগঠন নিয়ে গঠিত মোর্চা “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ” এর ব্যানারে দেশের সকল প্রাথমিক শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার তারা সকাল ১০টা থেকে ০১টা পর্যন্ত, বুধবার অর্ধ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবেন বলে শিক্ষকরা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন না করে কর্তৃপক্ষ শিক্ষকদের সাথে প্রহসন মূলক আচরন করছেন। এতে করে প্রাথমিক শিক্ষার গুনগত মান কমেছে। বেতন বৈষম্য নিরসন না হলে শিক্ষকরা ২৩শে অক্টোবর ঢাকায় মহা সমাবেশ করবেন এবং মহা সমাবেশ থেকে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দিবেন। উল্লেখ্য যে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে ২০১৭ সালে সহকারী শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসলে তৎকালীণ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার
২৫শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ১ মাসের মধ্যে শিক্ষকদের দাবী বাস্তাবয়নের প্রতিশ্র“তি দিলে শিক্ষকরা আমরণ অনশন সাময়িক স্থগিত করেন। কিন্তু ২ বছর পার হলেও শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন হয়নি। জাতীয় নির্বাচনের আগে শিক্ষকরা আবারো আন্দোলনের ডাক দিলে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবীটি অর্ন্তভূক্ত করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের নির্বাচন পরবর্তী সরকারের ১ম ১০ কার্যদিবসের মধ্যে বৈষম্য নিরসনের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন পরবর্তী সরকারের ১০ মাস পার হয়ে গেলেও সঠিক কোন উদ্যোগ না থাকায় শিক্ষকরা আবারো আন্দোলনে ডাক দেয়।
প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহব্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা, প্রধান সমন্বয়ক আতিকুর রহমান, নীতি নির্ধারণী চেয়ারম্যান আব্দুল্যাহ সরকার, মুখপাত্র বদরুল আলম,রবিউল ইসলাম,ও আব্দুস সবুর এক বিবৃতিতে জানান , কর্তৃপক্ষ আমাদের দাবী বাস্তবায়নে শতভাগ আন্তরিক নন। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কারো আশ্বাসে কর্মসুচী প্রত্যাহার করবোনা। মাননীয় প্রধানমন্ত্রী দাবী বাস্তবায়নের আশ্বাস দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সকল কর্মসুচী প্রত্যাহার করে নিব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here