Daily Gazipur Online

৭ নভেম্বর প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের মৃত্যুবার্ষিকী

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আগামীকাল ০৭ নভেম্বর ২০২২ইং বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণ—বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৩ তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ আদিবাসী সমিতি ও বাংলাদেশ ভূমিহীন সমিতির আয়োজনে ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর ২০২২ইং মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় উদ্যোগে নেতৃবৃন্দ পটুয়াখালী জেলার দশমিনার গ্রামের বাড়ীতে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, বাদ জোহর দোয়া, সাধারণ খানা, র‌্যালী ও দশমিনা উপজেলা সদর বাজারস্থ মানিক মিয়া চত্বরে বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আগামী ১১ নভেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১, তোপখানা রোড, ঢাকা— ১০০০—এ জাতীয় পর্যায়ে “কৃষি, কৃষক, ভূমি, খাদ্য সার্বভৌমত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আপনি / আপনারা আলোচনা সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।