
নিজস্ব প্রতিবেদক : ঢাকা ৫ আসনের ডেমরা ও যাত্রাবাড়ী দুইটি স্থানে ৮০০ পরিবারকে ঈদ উপহার দিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সভাপতি কামরুল হাসান রিপন। আজ শনিবার বিকাল ৩ টায় ৬৭ নং ওয়ার্ডের তালেব আলী মসজিদ রোডে এবং বিকাল ৪টায় ৬৮ নম্বর ওয়ার্ড হাজীনগর ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় গরিব মানুষগুলো ঈদ উপহার হাতে পেয়ে কামরুল হাসান রিপন কে দোয়া করেন।
ঈদ উপহার বিতরণ এর সময় কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমি আল্লাহর রহমতে সাধারণ মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।, তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার দিয়েছি।
সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
