৮০ প্রকল্প বাস্তবায়ন ২০৩০ সালের মধ্যে

0
121
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বন্যা থেকে রক্ষা, নদীভাঙন, নদীশাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে বহু আলোচিত ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। ‘ডেল্টা প্ল্যান’ নামে পরিচিত দেশের ইতিহাসে প্রথম শতবর্ষী এই মহাপরিকল্পনায় আপাতত ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় দুই হাজার ৯৭৮ বিলিয়ন টাকা। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। মহাপরিকল্পনার বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এছাড়া মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে গঠিত ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ কাজে গতি বাড়াবে।
শতবর্ষী ডেল্টা প্ল্যান ২১০০-কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের ‘চাবিকাঠি’ হিসেবে দেখছে সরকার। পরিকল্পনা বাস্তবায়নে আলাদা তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। পরিকল্পনার আওতায় যেসব প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সেসব প্রকল্প ও কর্মসূচিতে অর্থের যেন কোনো ঘাটতি না হয়, সে জন্য তহবিলও গঠন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পনা বাস্তবায়ন হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বাড়বে দেড় শতাংশ। নিশ্চিত হবে টেকসই উন্নয়ন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here