৯০ বি ধারা বাতিল করে গণতন্ত্র বিকাশের পথ উন্মুক্ত কর

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধন দাবি পরিষদ আয়োজিত ৯০বি ধারা বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রণয়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মোঃ হারুন অর রশিদ খানের সভাপতিত্বে ও নাগরিক পরিষদের মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের নেতা বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন, বিশিষ্ট আইনজীবী খুরশিদ আলম স্বপন, জনতা পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সেলিম, বাংলাদেশ কর্মসংস্থানের সভাপতি দেলোয়ার হোসেন, কেএসপি নেতা সিরাজ মাস্টার, ডেভেলপমেন্ট পার্টির নেতা মাহবুব খোকন, সংগঠনের সদস্য সচিব সৈয়দ হারুন অর রশিদ, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের নেতা নুরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
বক্তরা বলেন, ৯০ বি ধারার কারণে কোন রাজনৈতিক দলের পক্ষে নতুন ভাবে সরকারের আনুগত্য ছাড়া নিবন্ধন পাওয়া সম্ভব হচ্ছে না। তাই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে, একদলীয় ভোটারবিহীন সরকারকে মোকাবেলা করে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে ৯০ বি ধারা বাতিল অপরিহার্য। ৯০ বি ধারা লুটেরা, ধনী, দুর্নীতিবাজদের রাজনীতি করার পথ উন্মুক্ত করছে। সৎ, দেশপ্রেমিক জনগণকে রাজনীতি করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই এই অগণতান্ত্রিক কালো আইনের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিবদ্ধ হওয়ার এখনই সময়। জনগণের ভোটাধিকার আজ লুন্ঠিত। নিশিরাতের ভোটারবিহীন সরকার ক্ষমতায়। জনগণ ভোটহীন-বাকরুদ্ধ। এ অবস্থা একটি অশুভ লক্ষ্মণ। এ অবস্থাকে অবসান করে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ৯০ বি ধারাসহ সকল কালো আইন ও গণতন্ত্রের প্রতিবন্ধকতা নির্মূল করতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ৯০ বি ধারার প্রতিবন্ধকতা দূর করতে আসুন ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলি। একদলীয় বাকশালের মতো সরকার কখনোই জনগণের প্রতিনিধিত্বশীল জনগণের আকাক্সক্ষার সরকার নয়। তাই তারা এই কালো আইন করবে না। কালো আইন বাতিল করতে গেলে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here