গাজীপুরের কোনাবাড়ির ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

0
475
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দি লাইফ সেবিং ফোর্স সদর সদপ্তর কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লীমা খানম আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেল সোয়া ৩টা ১৯ মিনিটের দিকে গাজীপুরের কোনাবাড়িস্থ দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় মজনু মিয়ার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলীহান শীখা গুলো আশপাশের অন্যান্য ঝুট গুদামে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে গাজীপুরের কোনাবাড়ি ডিবিএল মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে।
লীমা খানম আরও বলেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ আগুন নেভানোর কাজে নেতৃত্ব দিচেছন।আগুন ৫টা ৩ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।তবে,তাৎক্ষণিকভাবে আগুন লাগান কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এখনও পর্যন্ত অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এদিকে,গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ আজ গনমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টার ৩ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ১৮ থেকে ২০টা ঝুটের গুদাম ও অন্যান্য মালামাল ভস্মীভুত হয়েছে। এখন শুধু আগুন নেভানো (ড্যাম্পিংয়ের) কাজ চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here