

সালাহ উদ্দিন, নাটোর প্রতিনিধি : সহকারী জজ পরীক্ষায় মেধাতালিকায় দেশ সেরা সুমাইয়ার লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
তার বাবা-মার চাওয়াও তাই।
তাই ওই ব্রত নিয়ে চাকুরী শুরুর প্রত্যাশা সুমাইয়ার।
বাবা-মার সাথে একাত্ম হয়ে সুমাইয়ার এমন ব্রতে খুশি আত্মীয়-স্বজন আর এলাকাবাসী। তাদের প্রত্যাশা,বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সুমাইয়া যেন সুন্দর-ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মানে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারে।
সুমাইয়ার পুরো নাম সুমাইয়া নাসরিন শামা। তিনি নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষিকোল মহল্লার বাসিন্দা।
বৃহস্পতিবার চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ওই ফলাফলে সুমাইয়া সহকারী জজ নিয়োগের জন্য বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীত ১০২ জনের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।
ফলাফল পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুমাইয়া বলেন,
‘ আমার টার্গেট ছিল মেধাতালিকায় নাম যাতে থাকে।’ কিন্তু মেধাতালিকায় প্রথম হবো এমন ধারণা ছিলনা। ফলেফলে আমি অত্যন্ত খুঁশি। সেই সাথে ভালোফলাফলে যে দায়িত্ব বেড়ে গেলো তা বাস্তবায়ন নিয়ে এখন মানসিক প্রস্তুতি নিচ্ছি।’
এক প্রশ্নের জবাবে সুমাইয়া আরো বলেন, ‘যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব।’
যারা তার পথ অনুসরন করতে চায় তাদের উদ্যেশ্যে সুমাইয়া বলেন,
‘নিয়মিত পড়ালেখার বিকল্প নেই।তবে পাঠ্যবইয়ের পাশাপাশি সমসাময়িক বিষয়ে ধারণা থাকলে সাফল্য আসবেই’।
জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপক (অব.) প্রকৌশলী আবুল কালাম আজাদ
সুমাইয়ার বাবা। আর মা নাজনীন খাতুন। তিনি বড়াইগ্রামের বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
বাবা-মার দ্বিতীয় সন্তান তিনি। এছাড়া তিনি বড়াইগ্রাম উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী’র নাতনী।।
অভিব্যাক্তি জানতে চাইলে বাবা প্রকৌশলী আবুল কালাম আজাদ ও মা নাজনীন খাতুন বলেন, ‘আমাদের প্রত্যাশা, আমাদের মেয়ে সব চাপের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।’
সুমাইয়া বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তার স্নাতকোত্তর (এলএলএম) পরীক্ষা চলছে।
সুমাইয়ার শিক্ষাজীবন শুরু হয়
স্থানীয় আরএন কিন্ডারগার্টেন স্কুলে। এরপর লক্ষিকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ৫ ম শ্রেণী উত্তীর্ণ হন। পরে বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০১০ সালে জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। একই স্কুল থেকে ২০১৩ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। পরে রাজশাহী কলেজে থেকে ২০১৫ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ২০২১ সালে তিনি স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন ।
