

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। আল্লাহ তায়ালা মানবজাতির জন্যে যেসব ইসলামী বিধি-বিধান প্রণয়ন করেছেন, তা উভয় জগতে মানুষের কল্যাণের বার্তা সুনিশ্চিত করে। ধর্মীয় আমল পালনের মাধ্যমে ব্যক্তি যেমন পরকালে চির শান্তি সুখের নীড়ে থাকবে, তেমনি দুনিয়াও পাবে সর্বাধিক মঙ্গল। ইসলাম সব বিষয়ে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে। কল্যাণ নিশ্চিত না করে ইসলাম ধর্মে কোন বিধি-বিধান মানুষের জন্যে বাধ্যতামূলক করা হয়নি। সব বিধি-বিধানে নিহিত রয়েছে কল্যাণ, বরকত, শান্তি ও মঙ্গল। তিনি সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে জীবন-যাপন করার আহ্বান জানান।
বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ২৪ এপ্রিল রবিবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিমউদ্দীন আল-আজাদ, সাপ্তাহিক দেশের ডাক সম্পাদক ও প্রকাশক এ টি এম মমতাজুল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স’র দপ্তর সম্পাদক রোকসানা আমিন সুরমা প্রমুখ।
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
