প্রাণখুলে কথা বলার দিন সংকুচিত হয়ে আসছে……. ড. মোঃ শাহজাহান

0
137
728×90 Banner

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির আয়োজনে ২৬ এপ্রিল মঙ্গলবার ইফতার মাহফিলে ড. মোঃ শাহজাহান বলেন, কথা বলার পরিবেশ বর্তমানে অনুপস্থিত। প্রাণখুলে কথা বলার দিন সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান এডভোকেট ড. মোঃ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার। আরো বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, বঙ্গজননীর সম্পাদক কামরুজ্জামান জিয়া, সংগঠনের নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম, সিপিআর’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল ও বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটির পরিচালক হুমায়ুন কবির, রেজাউল করিম, এইচ এম জামাল, মেহেরাব হোসেন অভি এবং সাংবাদিক মোশারফ হোসেন ভূইয়া প্রমুখ।
বক্তারা বলেন, রমজান মাস বিদায়ের কাছাকাছি। এই নাজাতের সময়ে আমরা বেশি বেশি এবাদত করার চেষ্টা করবো। বক্তারা বলেন, রমজানের মাস এরপরও বলতে হয় দেশে এখন কথা বলার স্বাধীনতাটুকু হারিয়েছে। প্রাণ খুলে কথা বলতে পারছে না, প্রাণ খুলে মানুষ হাসতে পারছে না, নিজের চাহিদা প্রকাশ করতে পারছে না। এই অবস্থা দেশে চলতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার সূচকে বাংলাদেশে মানুষের অবস্থান সর্বনিম্নে যা স্বাধীনতার ৫০ অতিক্রম করার পর আমরা মেনে নিতে পারি না। টিসিবি’র গাড়ির পেছনের লাইন বলে দেয় দেশের মানুষের কি অবস্থা। দেশের মানবাধিকার সংগঠনগুলো উদ্দেশ্য করে বক্তারা বলেন, সূর্যমূখী মানবাধিকার চর্চা পরিহার করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সিভিল রাইট্স সোসাইটি অসহায়, প্রতিবন্ধি, দৃষ্টি প্রতিবন্ধিদের নিয়ে কাজ করে এবং তাদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিং, সাদাছড়ি বিতরণ করে থাকে, যা প্রশংসার দাবিদার এই সংগঠনটি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here