

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে এক শিক্ষক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মাঠে এ সভা করা হয়।
গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উক্ত প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন বিএ, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন, সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন মহি,গাসিক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও আব্দুল্লাহ আল মামুন মন্ডল প্রমুখ।
