
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের মীরপুর বেটেপাড়া গ্রামে অগ্নিকান্ডে দিনমজুর আজিজুল হকের বাড়ীঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের আগুনে ভস্মিভূত হয়ে প্রায় ২লক্ষাধিক টাকা ক্ষতিসাধিত হয়।
জানা যায়, গত রবিবার দিবাগত রাঁত অনুমানিক ১২টা সময় বিদ্যুৎতিক সর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আজিজুল ও তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়। তাদের চিৎকারে গ্রাম বাসী ছুটে এসে প্রায় ৪ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়েছে। এর মধ্যেই আগুনে ৩টি টিনসেট ও ৩টি পাকাঘর পুড়ে যায় এবং ঘরের মধ্যে থাকা আসবাপত্র, পশুপাখি ও প্রযোজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে দিনমজুর আজিজুলের প্রায় ২লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে কাগইল ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু সাঈদ আহম্মেদ ঘটনাস্থল পরির্দশন করেছে। ক্ষতিগ্রস্থ দিনমজুর (রং মিস্ত্রি) আজিজুল হক একই গ্রামের মৃত জনাব আলী পুত্র।






