

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আজ সোমবার দুপুরে চিঠিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুসের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঙ্কজ দেবনাথকে জেলা কমিটির উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পঙ্কজ দেবনাথকে এসব বিষয়ে লিখিত জবাব দিতে হবে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, পঙ্কজ দেবনাথ এমপিকে জেলা কমিটির উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের অন্য কোনো শাখা বা অঙ্গ সংগঠনের পদে নেই। সে হিসাবে তিনি এখন আওয়ামী লীগের কেউ নন।
এ বিষয়ে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ গণমাধ্যমকে বলেন,‘কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ বিষয়ে এই মুহূর্তে বেশি কিছু বলার নেই।’






