নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

0
277
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের প্রতি অসদাচরণসহ ব্যাপক অনিয়মে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বামী মোঃ সাদিউল ইসলাম কর্তৃক মালামাল ক্রয়ের নামে কাল্পনিক ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, হিন্দুধর্মীয় শিক্ষার্থীদের শাঁখা খুলে-সিঁদুর মুছে পরীক্ষার হলে প্রবেশের নির্দেশনা প্রদান করে অন্যকে ফাঁসিয়ে দেয়া উল্লেখযোগ্য।
বিদ্যালয়টির চল্লিশ জন শিক্ষক একযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রধান শিক্ষককে অপসারণের দাবী জানিয়েছেন ।
অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষকের স্বেচ্ছচারিতা আর মানসিক নির্যাতনের কারণে অতীষ্ট হয়ে পড়েছেন শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা। ফলে স্তিমিত হয়ে পড়ে বিদ্যালয়ের শ্রেণিশিক্ষা কার্যক্রম।
প্রধান শিক্ষক এক বছর আগে বিদ্যালয়ে যোগদান করেই ৭/৮ বছর যাবৎ অনলাইন পদ্ধতিতে পাওয়াদি আদায়ের পরিবর্তে অফলাইনে পাওনাদি আদায় করে টাকা আত্মসাৎ করে চলেছেন। প্রধান শিক্ষক কেনাকাটার জন্য তাঁর স্বামী মোঃ সাদিউল ইসলামকে নির্দিষ্ট ঠিকাদার বানিয়ে বাৎসরিক আনুসঙ্গিক খরচের সরকারি বরাদ্ধের প্রায় পাঁচ লাখ টাকা সহ বেসরকারি সকল কেনাকাটার নামে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
সাদিউল-এর কেরানিগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রীণ মার্ট’ এর নামে বিভিন্ন বই পত্র,সাময়ীকি ও বিজ্ঞানাগারের বিভিন্ন মালামাল ক্রয়ের ভাউচার দেখিয়ে কোনো মালামাল না দিয়েই শুধু ভাউচারের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষকের কথামত ভুয়া ভাউচার পাশে সহযোগিতা না করায় বিদ্যালয়ের উচ্চমান সহকারী নাজমা বেগমকে উদ্দেশ্য প্রনোদিতভাবে ওএসডি করে রেখে তাকে কারণ দর্শানের নোটিশ দেন। শ্রেণিতে পাঠদান কাজের বেঘাত ঘটিয়ে কেরানীর কাজ করাচ্ছেন কয়েকজন শিক্ষক দিয়ে। নাজমা বেগম যথাযথ জবাব দেয়ার পরও তাকে তার কার্যক্রম থেকে সরিয়ে রেখেছেন।
প্রধান শিক্ষক অফিস কক্ষে থাকা উচ্চমান সহকারির ব্যবহৃত আলমারীর তালা ভেঙ্গে কাগজপত্র নিজের আয়েত্তে নিয়ে যাচ্ছেতাই ব্যবহার করেছেন। এব্যাপারে নাজমা বেগম জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেও কোনো ফল পাননি।
প্রধান শিক্ষক হোস্টেলের দ্বিতীয় তলায় দুই কক্ষের মাঝের দেয়াল ভেঙ্গে খরগোশের খামার বানিয়েছেন। পরবর্তীতে অবশ্য সমালোচনা তোপে পড়ে খরগোশগুলো অনত্র সরিয়ে নিয়েছেন। ২০২২ সালে ভর্তি ফি ছাত্রী প্রতি ৫০টাকা করে ‘নগদ’এ্যাপের নামে কমিশন আদায় করেন। কিন্তু টাকা হাতে হাতে গ্রহণ করে তা আত্মসাৎ করেন প্রধান শিক্ষক।
তিনি শিক্ষকদের মৌখিক নির্দেশ/চাপ সৃষ্টি করে অযৌক্তিক কর্মকান্ড করতে বাধ্য করেন। তার আদিষ্ট কর্মসম্পাদনে প্রতিকূল পরিবেশের উদ্ভব হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদানসহ বদলির হুমকি দেন।
২০২২সালের এসএসসি পরীক্ষায় বিবাহিত হিন্দু পরীক্ষার্থীদের শাঁখা খোলা ও সিদুঁর মুছে ফেলার কাজ তারই নির্দেশনায় করেন সহকারি শিক্ষক আকিকুন্নাহার। প্রধান শিক্ষক নিজেও বাংলা পরীক্ষার দিনে হিন্দু নারী পরীক্ষার্থীদের শাঁখা খুলে, সিদুঁর মুছে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে কঠোর নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে।
উচ্চমান সহকারি নাজমা বেগম এর কারণ দর্শানোর লিখিত প্রতিবেদনে দেখা যায়,২০২১-২২ অর্থ বছরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বাজেটে মালামাল ক্রয়ের টেন্ডারে প্রধান শিক্ষকের স্বামীর পণ্য সরবরাহকারী কেরানীগঞ্জের প্রতিষ্ঠান “গ্রীনমার্ট” এর অনুকূলে কোন মালামাল ক্রয় না করেই প্রধান শিক্ষক নিজ হাতে বিল তৈরী করে টাকা উত্তোলন শেষে উচ্চমান সহকারি নাজমা বেগমকে মালামালের চালান কপি ও কোন মালামাল না দিয়ে শুধু মালামাল সরবরাহের কার্যাদেশ দিয়ে স্টক রেজিস্টারে মালামালের বিবরণ লিপিবদ্ধ করতে বলেন। মালামাল ছাড়া স্টক রেজিস্টার লিপিবদ্ধ না করায় প্রধান শিক্ষক তাকে পর পর তিনটি অফিস আদেশ করেন। আদেশ নং (১)ন.স.বা.উ.বি/2022/567 তারিখ: 13-04-2022খ্রিঃ, (২) ন.স.বা.উ.বি/2022/595 তারিখ: 22-05-2022খ্রিঃ,(৩) ন.স.বা.উ.বি/2022/595 তারিখ: 25-5-2022 খ্রিঃ। ১নং আদেশের কার্যক্রম প্রধান শিক্ষক নিজ হাতে সম্পন্ন করেন। ২নং ও ৩নং আদেশের কার্যক্রম সম্পন্ন না করে 08-06-2022 তারিখে স্কুল ছুটির পর অফিস রুমে উচ্চমান সহকারির ব্যবহৃত আলমারীর তালা ভেঙ্গে সমস্ত রেকর্ড পত্র ও ফাইল নিজের অধিকারে নিয়ে যায়। এছাড়া দেখা যায় যে, প্রধান শিক্ষক টেন্ডারের বিলে সই করেছেন 14-3-2022ইং তারিখে আর স্টক রেজিস্টার তা গ্রহণ করে মালামালের এন্ট্রি দিয়েছেন 25-4-2022 ইং তারিখে ।
ছাত্রী কল্যাণ তহবিল থেকে টাকা উত্তোলন তা ছাত্রীদের না দিয়ে আত্মসাৎ করেছেন বলেও অভিভাবকদের লিখিত অভিযোগ রয়েছে।
উচ্চমান সহকারি নাজমা বেগম তার লিখিত অভিযোগে আরো বলেন, প্রতিদিনই প্রধান শিক্ষক তাকে ও অন্যান্য কর্মচারীদের অশালীন ভাষায় গালিগালাজ করেন। যার ফলে প্রত্যেকেই মানসিক যন্ত্রণায় ভোগছেন। ঈদ-উল-আযহার উৎসব ভাতার বরাদ্ধ থাকা সত্বেও নৈশ প্রহরীর উৎসব ভাতার অনুমোদন দেননি।
২০২২ সালের এসএসসি পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শিউলি আক্তার এর মৌখিক নির্দেশেই শিক্ষার্থীদের শাঁখা-সিদূঁর খুলে ও মুছে ফেলার বিষয়টি বাল্য বিয়ের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের বলেছেন বলে সহকারি শিক্ষক আকিকুন্নাহার জানিয়েছেন। এব্যাপারে তদন্তেও প্রধান শিক্ষকের নির্দেশের বিষয়টি প্রমান পাওয়া যায়।
এক কথায় প্রধান শিক্ষকের একক ত্রাসের রাজত্বের কারণে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকাংশেরই ঢিলে ঢালা হয়ে পড়েছে।
এব্যাপারে প্রধান শিক্ষক শিউলি আক্তার এর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সিনিয়র শিক্ষক মোঃ লুৎফুর কবীর এর মোঠোফোনে বলেন, “আমার বিরুদ্ধে আনিত অসদাচরণ ও টাকা আত্মসাতের অভিযোগ সঠিক নয়। ভাউচারের মাধ্যমে মালামাল ক্রয় দেখিয়ে টাকা উত্তোলনের বিষয়টিও সঠিক নয়। মালামাল বুঝে নিয়েই ভাউচার পাস করিয়েছেন সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা মিয়া।
শিক্ষকদের সাথে অসদাচরণ এর ব্যাপারে তিনি বলেন, শিক্ষকরা ঠিকমত ক্লাশ করেন না, সঠিকভাবে খাতাও দেখেন না বলে আমার কাছে অভিযোগ রয়েছে। এব্যাপারে শিক্ষকদের কিছু বললেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে।
এব্যাপারে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উত্থাপন করে দায়ের করা আবেদনের অনুলিপি পেয়েছি। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে সে যেই হোক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া একান্তই আবশ্যক।
নরসিংদী পৌরসভার নির্বাচিত মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর বিভাগীয় ব্যবস্থা নেয়া একান্ত আবশ্যক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here