ইসলাম ধর্মে সবার অধিকার সুনিশ্চিত করা হয়েছে….. লায়ন গনি মিয়া বাবুল

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, পবিত্র ইসলাম ধর্মে সবার অধিকার সুনিশ্চিত করা হয়েছে। ইসলাম মানবতার ধর্ম। মানুষের মানবিক মর্যাদা, সমান অধিকার ও ন্যার্যতা প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুরক্ষা করতে ইসলাম ধর্মে সুনির্দিষ্ট তাগিদ রয়েছে। ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে বিশ্ব মানবতার রহমাতাল্লীল আলামিন বা শান্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে। তিনি ভূমন্ডলের সকল সৃষ্টিকূলের রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন। তাঁর জীবনাদর্শ অনুস্মরণ-অনূকরণের মাধ্যমে আমরা অর্জন করতে পারি শান্তিময়, আনন্দময় ও সমৃদ্ধ জীবন। ইসলামের বিধিবিধানগুলো পালনের মাধ্যমে ব্যক্তি জীবন ও সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সকলকে স্বীয় ধর্মীয় বিধিবিধান মেনে চলার আহ্বান জনান।
জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৫ অক্টোবর বুধবার বিকালে ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
জাকের পার্টি যুবফ্রন্টের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিনহাজ উদ্দিন মাসুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ নজরুল ইসলাম লিটন, বিশ্ব মিডিয়া ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরওয়ার জাহান মঞ্জু, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোঃ সালাহ উদ্দিন ভূঁইয়া নয়ন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শফিউল্লাহ মুন্সী, দৈনিক একুশের বাণীর সম্পাদক মোঃ আশরাফ সরকার, দৈনিক শেষ কথা সম্পাদক মোঃ ইউনুস সোহাগ, দৈনিক মুক্তির লড়াই সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, দৈনিক আলোর জগত এর সহকারী সম্পাদক এস এম ফয়েজ উল্লা পাঠান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here