কলাকোপা আতপজান মেমোরিয়াল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচিতদের পরিচিতি ও সংবর্ধনা প্রদান

0
354
728×90 Banner

আল আমিন মন্ডল বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২০১৯ইং সালের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে নির্বাচিত (বিজয়ী) দের পরিচিতি সভা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক বজলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল হোসেন, আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু তাহের প্রমূখ। এ বছরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে নির্বাচিত (বিজয়ী) হলেন স্কুল ক্যাপ্টেন পদে আব্দুর রহমান, স্কুল সহ ক্যাপ্টেন পদে মোছাঃ হারিছা জামান, ক্লাশ ক্যাপ্টেন ৬ষ্ট শ্রেণী ফাহাদ হাসান, ক্লাশ ক্যাপ্টেন ৭ম (ক) শ্রেণী মানছুর রহমান, ক্লাশ ক্যাপ্টেন ৭ম (খ) শ্রেণী মোছাঃ মেহেরুন জেবিন স্নিগ্ধা, ক্লাশ ক্যাপ্টেন ৮ম শ্রেনী মোছাঃ দিয়ামুনি, ক্লাশ ক্যাপ্টেন ৯ম শ্রেনী মোছাঃ তাসমিন আকতার রিশা, ক্লাশ ক্যাপ্টেন ১০ম শ্রেনী মুনতাছির আলম সকল বিজয়ী দের হাতের বিল্লা, ষ্টার ব্যাচ, সেলভার ব্যাচ ও ¯øাস পড়িয়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here