জনগণের দাবি আদায় না করে ঘরে ফিরে যাবো না……নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ

0
100
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আজ বুধবার নাগরিক মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, আলেম, ওলামাসহ সকল রাজবন্দীদের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ ১১দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ২০১১ সালের ৩০ শে জুন সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ক্ষমতা কুক্তিগত করার লক্ষ্যে সরকার ২০১৪ সালের পাঁচই জানুয়ারি দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনের ব্যবস্থা করে। এই নির্বাচনে দেশের কোন রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে ১৫৪ সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত করে। অন্য আসনগুলোতে ১% এর কম ভোটার উপস্থিত হয় ভোট কেন্দ্রগুলোতে কুকুর বিড়াল গবাদি পশুর বিচরণ করার পরেও সরকার রাষ্ট্র জনকে অবৈধভাবে ব্যবহার করে জনগণের উপর গুম হত্যা নির্যাতন চালিয়ে জুজুর ভয় দেখিয়ে একদলীয় শাসনব্যবস্থা বলবৎ রাখে। অপর দিকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একের পর এক অপকর্ম চালিয়ে দেশে দুর্নীতির মহাউৎসব চালিয়ে মেগা প্রজেক্ট এর নামে মেঘা দুর্নীতি চালাচ্ছে। গণমাধ্যম যেন জাতির সামনে সরকারের অপকর্ম তুলে ধরতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন করে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংক বীমা শেয়ারবাজার থেকে বিভিন্ন নামে বেনামে সরকার দলীয় দুর্নীতিবাজ লুটেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কানাডা আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুরসহ বিদেশের মাটিতে বড় বড় অট্টালিকা নির্মাণ করছে দেশের মানুষ অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফলে সীমান্তে একের পর এক হত্যাকান্ড ঘটেই চলছে সীমান্ত হত্যার ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং পানির ন্যায্য হিস্যা আদায় করা যায়নি। ১৫ লক্ষ রোহিঙ্গার বোঝা জনগণকে বহন করতে হচ্ছে রাস্তাঘাটে শীতার্ত মানুষের আহাজারি নদী ভাঙ্গা গ্রামগঞ্জে কর্মসংস্থানের অভাবের কারণে মানুষ শহরাঞ্চলে রাস্তাঘাটে যাযাবরের মতো জীবন-যাপন করছে। সরকার এদের পুনর্বাসনের কোন ব্যবস্থা করেনি দেশের অধিকাংশ কল কারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার শিক্ষা বর্ষ শেষ করে যুবকরা চাকুরি না পেয়ে বেকারত্বের জীবন যাপন করে মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং দেশ জুড়ে মাদকের ছড়াছড়ি উঠতি বয়সী ছেলেদের কিশোরগঞ্জ কালচারের জড়িয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হচ্ছে। সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে অথচ সরকার এগুলো দেখে না দেখার ভান করে মিডিয়ায় মিথ্যা উন্নয়নের ফুলঝুরি বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেই চলছে। দেশের মানুষকে বাঁচাতে হলে দুর্বার গণ আন্দোলন করে এ সরকারের বিদায় ঘন্টা বাজানো ছাড়া বিকল্প কোন রাস্তা নাই সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহবান সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হায়েনা সরকারের হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে হবে।
গণঅবস্থান কর্মসূচিতে দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক আহসান উল্লাহ শামীম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৈতিক সমাজের চেয়ারম্যান মেজর জেনারেল রাষ্ট্রদূত (অবঃ) আমছাআ আমিন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মোঃ মাসুদ হোসেন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মির্জা আজম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক অধ্যাপক বাজলুর রহমান আমিনী, ৯০’র গণআন্দোলনের অন্যতম নেতা জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান আসাদ, দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামি জনতা পার্টির চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বাংলাদেশ ইসলামিক সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে এম ইব্রাহিম খলিল, দেশপ্রেমিক নাগির পার্টির মহাসচিব ডা. মোঃ শওকত হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের মহাসচিব ডা. মোঃ মাসুম হোসাইন, ইসলামী সমাজতান্ত্রিক দলের মহাসচিব কমর উদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য আসাদুল্লাহ দেওয়ান, মোঃ মনির হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here