

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের পূবাইলে ৫০ কেজি গাঁজা পাচারের সময় মানিক মিয়া (৩৫) নামে একজন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ঢাকা-গাউছিয়া মহাসড়কের তুরাগ পাম্পের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মানিক মিয়া হবিগঞ্জ জেলা চুনারুঘাট থানার হাপতার হাওড়ন এলাকার মৃত সাদিকুর রহমানের ছেলে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গোপন খবরে আমরা জানতে পারি গাজীপুর চৌরাস্তা থেকে একটি প্রাইভেটে করে গাঁজা নিয়ে মিরেরবাজার এলাকায় যাচ্ছে। এ খবরের ভিত্তিতে পুলিশ ওত পেতে থাকে। রাত সাড়ে ৩টার দিকে গাঁজাসহ প্রাইভেট গাড়িটি পুলিশ থামানোর চেষ্টা করে। পরে গাড়িটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। এই ব্যাপারে একটি মাদক মামলা রুজু করে আসামিকে গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে।






