বিইউপি ছাত্র আবরার নিহত: সুপ্রভাত বাসকে ঢাকায় নিষিদ্ধ ঘোষণা করলেন মেয়র আতিকুল ইসলাম

0
253
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি’র ছাত্র আবরার হোসেনের সহপাঠীদের দাবির পরিপ্রেক্ষিত তিনি এসব কথা বলেন।
রাজধানী ঢাকার কোনো রুটেই সুপ্রভাত বাস চলবে না বলে জানিয়েছেন ঢাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমি ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলেছি সুপ্রভাতের লাইসেন্স বাতিল করতে হবে। ঢাকায় সুপ্রভাত চলবে না।’
মেয়র বলেন, ‘আমি মনে করি ছাত্রদের দাবি যৌক্তিক। আমি কথা দিচ্ছি ছাত্রদের নিয়ে মাসে অন্তত দুই দিন বসব। তাদের মতামত নিয়ে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করব। এটা করতেই হবে।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে সিটিং সার্ভিস সিস্টেম চালু করতে হবে। আমি এখন থেকে নির্দেশ দিচ্ছি বাস থামানোর জায়গা চিহ্নত করে মার্কিং করে দেব। নির্দিষ্ট জায়গায় বাস থামাতে হবে।’সুপ্রভাত বাসের চালকের আইন অনুযায়ী শাস্তির কথা তুলে ধরে মেয়র বলেন, ‘অবশ্যই আমাদের আইন অনুযায়ী শাস্তি হবে।’
এর আগে সকাল ৭টায় প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) এক ছাত্র নিহত হন। এই ঘটনায় ঘাতক বাসচালক সেরাজুলকে (২৫) আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে ঘাতক বাস চালকের ১০ দিনের মধ্যে ফাঁসি দাবি করেন।

Abrar Ahmed Chowdhury, Bangladesh University of Professionals (BUP), ROAD ACCIDENT, BUP student killed by bus near Bashundhara, RTV ONLINE, আবরার আহমেদ চৌধুরী, বাস চাপায় মৃত্যু

২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনের দেশব্যাপী ছাত্র জনতার সঙ্গে সোচ্চার হয়েছিলেন আবরার আহমেদ চৌধুরীও। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) পড়ছিলেন।
ক্লাসে যাবার জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে উঠেছিলেন। সুপ্রভাতের অর্থ শুভ বা সুন্দর সকাল। তবে যমুনা ফিউচার পার্কের সামনে আসতেই আজকের সকালটি তার জন্য কাল হয়ে দাঁড়াল। সাড়ে সাতটার দিকে সুপ্রভাত পরিবহনের ধাক্কায় নিহত হতে হয়েছে আবরারকে।
ডিএমপির গুলশান জোনের (বাড্ডা) সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন। আবরারের বাবার নাম আরিফ আহমেদ চৌধুরী। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া। সহপাঠীর মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকেই কুড়িল-নদ্দা রোড অবরোধ করে রেখেছে বিইউপির শিক্ষার্থীরা।
আবরারের সহপাঠী নাফিস রায়হান জানিয়েছেন, ইংরেজি মাধ্যম প্লেপেন স্কুলের সাবেক এই শিক্ষার্থী বিশ্ব রাজনীতি নিয়ে বেশ আগ্রহী ছিলেন। আর তাই চলতি বছরের শুরুতে বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি।
গেল বছর আগস্টে নিরাপদ সড়ক আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন আবরার। ফেসবুকে ‘নিরাপদ সড়ক চাই’ ফ্রেমে ছবিসহ বেশ কয়েকটি পোস্টও রয়েছে তার। বিইউপি প্রাঙ্গণে দুপুর দেড়টায় আবরারের জানাজা হবার কথা। বর্তমানে তার নিথর দেহটি রাখা আছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে।
রাজধানীর নর্দ্দায় সুপ্রভাত বাসের চাপায় এক শিক্ষার্থী নিহতে ঘটনায় আন্দোলনে রাজপথে সহপাঠিরা। মেয়রের আশ্বাসের পরও তারা পথ সড়ক ছাড়েনি। আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই অবস্থায় তাদের ফাঁসাতে ভিন্ন কৌশল নেয়া হয়। এক পরিবহন শ্রমিক নিজেই বাসে আগুন ধরিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা ওই আগুন নেভানোর চেষ্টা চালায়।
জানা যায়, আন্দোলন চলাকালে দুপুর সাড়ে ১২টার দিক সুপ্রভাত বাসেরই এক হেলপার হঠাৎ করে এসে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে শিক্ষার্থীরা হতবিহ্বল হয়ে পড়েন। এ নিয়ে বিইউপি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। পরে শ্রমিকের আগুন লাগানোর বিষয়টি ধরা পড়লে ভুল বোঝাবুঝির অবসান হয়।
এদিকে বাসে আগুন দেয়া ওই শ্রমিককে ধরতে গেলে সে কৌশলে পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থী পানি এনে বাসের আগুন নেভানোর চেষ্টা করে।
সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ১২ দফা দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় রাস্তা বন্ধ করে অবরোধকারী শিক্ষার্থীদের কাছে যান ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার আশ্বাস দেন। সেইসঙ্গে লিখিতভাবে দাবিগুলো উত্থাপনের অনুরোধ জানান।
মেয়রের অনুরোধে বিইউপি শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হচ্ছে :
১) ১০ দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক, হেলপার ও মালিকের ফাঁসি
২) সু-প্রভাত ও জাবালে নূরসহ যেসব বাস আজ ও এর আগে দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল
৩) চালক হেলপারের ডোপ টেস্ট
৪) বাস-সহ গণপরিবহনের চালক-হেলপারের আইডি কার্ড ভিজিবল করা
৫) বসুন্ধরা আবাসিক/যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিংসহ নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজ করতে হবে দুই মাসের মধ্যে। ইত্যাদি।
বিইউপি’র তৃতীয় বর্ষের ছাত্র অনিক হাসানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী মেয়রের সঙ্গে কথা বলেন ও লিখিতভাবে ১২ দফা দাবি পেশ করেন। মেয়র ঘটনাস্থল থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার কথাও জানান।
এসময় ঘটনাস্থলে যান বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সারোয়ার। তিনি শিক্ষার্থীদের বলেন, মেয়রের সঙ্গে কথা হয়েছে। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। যে দাবিগুলোতে আইনি জটিলতা আছে সেগুলোর আইনগত দিক দেখে ব্যবস্থা নেবেন।
এদিকে পুরো এলাকা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে। শিক্ষার্থীদের অবরোধ নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here