টঙ্গীর ২ ছাত্র পূবাইলে ঘুরতে এসে রিসোর্টের পুকুরে ডুবে নিহত

0
983
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইলে একটি রিসোর্টে ঘুরতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে মেঘডুবি এলাকার সাবরিনা রির্সোট এন্ড পার্কের ভেতরে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামীম (১৫) এবং আরিচপুর এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৫)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হামীম ও নোমান স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তারা দুজন স্কুলে না গিয়ে স্থানীয়দের সঙ্গে মেঘডুবী সাবরিনা রিসোর্ট এন্ড পার্কে বেড়াতে যায়। দুপুরে পার্কের ভেতরে থাকা একটি পুকুরে গোসল করতে হামীম ও নোমানসহ আরো অনেকেই পানিতে নামে। একপর্যায়ে তারা দুজন পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।‌ পরে অন্যরা তাদের দেখতে না পেয়ে সবাই মিলে পানিতে খোঁজাখুঁজি করতে থাকে। দুপুর ১টার দিকে তাদের দুজনকে পুকুরের গভীরে পানিতে ডুবে থাকা অবস্থা থেকে উদ্ধার করে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাবরিনা রিসোর্ট অ্যান্ড পার্কের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সোহেল মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, পার্কের ওই পুকুরে মাছ চাষ করা হয়। তাই পুকুরের পানিতে দর্শনার্থীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও অনেকে পানিতে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে দুই শিক্ষার্থী পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here