বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির সবশ্রেষ্ঠ অর্জন স্বাধীন বাংলাদেশ ……… মোজাফ্ফর হোসেন পল্টু

0
237
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত সমৃদ্ধা বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে নিরসলভাবে কাজ করছেন। স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে ২১ মার্চ সকালে জাতীয় প্রেস ক্লবের কনফারেন্স লাউঞ্জে ন্যাপ ভাসানী ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তিনি বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্য ছিল মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা। কিন্তু পরিতাপের বিষয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর এই দেশে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল ভুলন্ডিত। ফলে দীর্ঘ ৪৮ বছরেও স্বাধীনতার লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব হয়নি। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রণয়ন করে তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানান।
ন্যাপ ভাসানীর সভাপতি বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হুমায়ুন কবির মিজি, রোকন উদ্দিন পাঠান, আ হ ম মোস্তফা কামাল, মোঃ হুমায়ুন কবির, সিদ্দিকুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here