বিজয়নগরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

0
79
728×90 Banner

ব্রাহ্মণবাড়িয়া(বিজয়নগর) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩ টি মাদ্রাসা ও একটি উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সোমবার (১৩ নভেম্বর) উপজেলার মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার ৩ কোটি ১০ লাখ ৪৫ হাজার ৬ শত ৫ টাকা ব্যয়ে ১২ কক্ষ বিশিষ্ট নতুন চারতলা ভবন উদ্বোধন করেন। যার মধ্যে আসবাবপত্র বাবদ আরো ১৭ লাখ ৩৫ হাজার ৬ শত ৫ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। একই ব্যয়ে আদমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়। যার মধ্যে আসবাবপত্র বাবদ আরো ১৭ লাখ ৩৫ হাজার ৬ শত ৫ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। দৌলতবাড়ি চিশতিয়া দাখিল মাদ্রাসার ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকায় চারতলা ফাউন্ডেশনের ১ তলা ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যার মধ্যে ৭ লাখ ১৮ হাজার টাকার আসবাবপত্র বরাদ্দ প্রদান করা হয়েছে। এই তিনটি মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অপর দিকে শিক্ষা অধিদপ্তরের আওতায় সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্ভোধন করা হয়। যার ব্যয় হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৬ শত ৫ টাকা ব্যয়ে ১২ কক্ষ বিশিষ্ট নতুন চারতলা ভবন। যার মধ্যে আসবাবপত্র বাবদ আরো ১৭ লাখ ৩৫ হাজার ৬ শত ৫ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
উদ্বোধনের পরে পৃথক পৃথক ভাবে ৪ স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী সাথে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, থানার ওসি মোঃ রাজু আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া,বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল রহমান মান্না, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here