

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস লাইনের পাইুেপ বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বিকট শব্দ হওয়ায় আশপাশের বাসাবাড়ির মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। মঙ্গলবার রাত ১০টায় আউচপাড়া খাঁপাড়া রোডের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে খাঁপাড়া থেকে সাতাইশ রোডের মোড়ে মসজিদ এলাকায় রাস্তার পাশ দিয়ে স্থাপন করা তিতাস গ্যাসের পাইপে কিছু ছিদ্র হয়। এগুলো দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরন হওয়ায় আশপাশের বহুতল ভবন পর্যন্ত কেঁপে ওঠে। বিকট শব্দে বাসাবাড়ির মানুষ দ্রæত রাস্তায় নেমে আসেন। রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা নিজ নিজ নিরাপদ আশ্রয়ে চলে যান।খবর পেয়ে তিতাস গ্যাসের জরুরি টিম ঘটনাস্থলে এসে পাইপ মেরামতের কাজ মঙ্গলবার রাতেই সম্পন্ন করেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন,এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিতাস গ্যাসের লোকজন মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
