স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রদ্ধা নিবেদন

0
219
728×90 Banner

নরসিংদী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে মঙ্গলবার দেশব্যাপী কর্মসূচীর অংশহিসেবে নরসিংদীতে ৪৯ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অন্যান্য বারের ন্যায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে ছিল সকাল সাড়ে ৬ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও পরে আলোচনা সভা। জেলা সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস এর নেতৃত্বে জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা সেতারা বেগশ ও ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সদস্য যথাক্রমে উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী,হলধর দাস,মোস্তাক আহম্মেদ ভূঞা,কাজী আনোয়ার কামাল ও অন্যান্য সদস্যবৃন্দ,নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত নরসিংদী জেলা প্রশাসক কম্পাউন্ডে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যালয়ে প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশ থেকে পর্যায়ক্রমে সকল দুর্নীতি নি:শেষ করতে অংগীকার ব্যক্ত করেন। শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া সারাদেশে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে সন্ধ্যা ৭ টায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here