
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থী পাল্টাপাল্টি অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকাল ১০টায় বিদ্রোহী প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা ও বেলা সাড়ে ১১ টায় আওয়ামীলীগ প্রার্থী মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় উভয় পক্ষের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে একে অপরকে অভিযুক্ত করে প্রতিপক্ষের সমর্থকদের হুমকি ধামকি মারধর সন্ত্রাসী ভাড়া করে নির্বাচনী মাঠে দখলে নেয়াসহ বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়।
নৌকা প্রতীকের এসএম রাকিবুল আহসান তার লিখিত বক্তব্যে দাবি করেছেন আনারস প্রতীকের আক্তারুজ্জামান কোক্কার পুত্র টিয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুর নেতৃত্বে পালিত সন্ত্রাসী মোকছেদ, কালা মিরাজ, জুলহাস মোল্লা, নাজমুল, ঠোঙ্গা মিজান, কালাম, মহিপুরের আব্দুল মালেক আকন্দ, আলীপুরের রাঙ্গা জাহাঙ্গীরসহ অসংখ্য সন্ত্রাসী নৌকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। হুমকি ধামকি দেয়া হচ্ছে। নৌকায় ভোট দিলে খুন জখমের হুমকি পর্যন্ত দেয়া হয় বলে দাবি করা হয়। এভাবে অন্তত ১৬টি কেন্দ্রে দাঙ্গা ও ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমনকি আমতলী থেকে সন্ত্রাসী ভাড়া করারও অভিযোগ করা হয়।

অপরদিকে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের সৈয়দ আক্তারুজ্জামান কোক্কার পুত্র টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু তার লিখিত বক্তব্যে এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ২৩ টি কেন্দ্র দখলের জন্য নৌকা প্রতীকের সমর্থক কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকি হোসেন জুকু খানের নেতৃত্বে, কুয়াকাটার মেয়র আব্দুল বারেক মোল্লা, লতাচাপলীর ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, খায়রুল তালুকদার, চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার, শেখ যুবরাজ, আল-আমিন তালূকদার, তারেক বয়াতী, খায়রুল তালুকদারের নেতৃত্বে তার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছে।
কলাপাড়া পৌর যুবলীগরে সভাপতি জাকি হোসেন জুক খানু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আনারশ প্রতীকের প্রার্থী সকল নির্বাচনে নৌকার বিরোধীতা করে নির্বাচন করেন। এখন মিথ্যা বানোয়াট অভিযোগ করে আসছেন। জুকু দাবি করেন ২৩ মার্চ শিমু চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা প্রতীকের কর্মীদের ওপর চাপলী বাজারে হামলা করা হয়েছে। এসব ঘটনায় উভয় প্রার্থী উৎকন্ঠা জানিয়ে সহকারী রিটার্ণিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উভয় প্রার্থীর পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি করা হয়েছে।
উপজেলা নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, উভয় পক্ষ থেকে লিখিত দুইটি অভিযোগ পাওয়া গেছে, যা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।






