পাঁচবিবিতে ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

0
199
728×90 Banner

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দাফনের প্রায় ৪ মাস পর কবর থেকে নয়ন (২১) নামে এক যুবকের লাশ উঠালো রেল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকা থেকে এই লাশ উঠানো হয়।
সান্তাহার রেলওয়ে থানার এস,আই ইমায়েদুল জানান, গত ৩০ নভেম্বর পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকায় রেল লাইন থেকে উত্তর গোপালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে নয়নের লাশ পাওয়া যায়। পরে স্থানীয় ভাবে তাকে দাফন করা হয়। ৬ মার্চ নয়নের মা জীবনি বেগম বাদি হয়ে ৪ জনকে আসামী করে সান্তাহার রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ০১/৬-৩-.১৯ইং সান্তাহার। পরে আদালতের আদেশে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল আলমের উপস্থিতে ময়না তদন্তের জন্য লাশ উঠানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here