টঙ্গীর মহাসড়‌কে ট্রফি‌কের দা‌য়ি‌ত্বে শিক্ষার্থীরা

0
104
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপু‌রের টঙ্গী‌র ঢাকা ময়মন‌সিংহ মহাসড়‌কে বি‌ভিন্ন ক‌লে‌জের শিক্ষার্থীদের ট্রা‌ফি‌কের দায়িত্ব পালন কর‌তে দেখা গে‌ছে। শিক্ষার্থদের পাশাপা‌শি মহাসড়‌কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
গতকাল বুধবার সকাল থেকে উত্তরা, টঙ্গীর চেরাগ আলী, ক‌লেজ‌গেট, হো‌সেন মা‌র্কেট, গাজীপুরা ও বোর্ড বাজার এলাকায় এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন, টঙ্গী সরকা‌রি ক‌লেজ, নওয়াব হাবিবুল্লাহ কলেজ এবং আরও অ‌নেক ক‌লে‌জের শিক্ষার্থী মহাসড়কে কাজ করছেন। তারা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেন। একইসঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও কড়া নজর রাখছেন তারা।
ক‌লেজ‌গেট এলাকায় রা‌জিব হো‌সেন নামের এক শিক্ষার্থী বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। তরুণদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তারা যেকোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর।
চেরাগআলী এলকায় ফারহানা ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, সারাদিন আমরা একাই সড়ক নিয়ন্ত্রণ করেছি। আমা‌দের স‌ঙ্গে আনসার রয়েছেন। তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ।
এছাড়া টঙ্গী কা‌লিগঞ্জ, কামারপাড়া সড়কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে টঙ্গীর বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here