ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে——–ড. শফিকুর রহমান

0
54
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ নওজোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে আইনে দেশ পরিচালনা করেছিল সে আইনে তারা ন্যায় বিচার পেলে তাদের জীবনের স্বাদ মিটে যাবে। আজ শনিবার বিকাল ৩ টার সময় নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ জেলা জামায়াতের রুকন সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামির আমির বলেন, ‘আমাদের দলের ওপর তারা যে অত্যাচার করেছে আমার সেই প্রতিশোধ নেব না। কিন্তু যারা গুম, খুনসহ বিভিন্ন অপরাধ করেছে আমরা সেই অপরাধের ন্যায় বিচার চাই। যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে এদেশের গর্বিত সদস্যদের হত্যা করেছিলেন ওই আইনেই তারা যেন ন্যায় বিচার পায়। তারা সবাই যদি ন্যায় বিচার পায়, তাহলে তাদের জীবনের স্বাদ মিটে যাবে।’ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ড. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নিজেরা নির্বাচন চায় বলে কোনো প্রমাণ দিতে পারেনি। তারা আরও কিছুদিন অপেক্ষা করুক, দেখুক নিজেদের সংশোধন করুক। তারা তো সেবকের পরিবর্তে দেশের মালিকে পরিণত হয়েছিলেন। আমরা এ দেশে আর কোনো মালিক দেখতে চাই না। এদেশের মালিক কেবল আল্লাহ তায়ালা। যারা ক্ষমতায় আসবে তারা এ দেশের জনগণের সেবক হবে।’ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম,নওগাঁ জেলা পূর্ব শাখার আমি খন্দকার আব্দুর রাকিব সেক্রেটারি অ্যাডভোকেট আবু সায়েম ভোলা জেলা পূর্ব শাখার আমির ইঞ্জিনিয়ার এনামুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here