ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত

0
180
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান রাজস্থানে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট অক্ষত রয়েছেন। রোববার সকালে রাজস্থানের সিরোহী নামক এলাকায় ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৭ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান বাহিনীর ‘রুটিন মিশনে’মিগ-২৭ ইউপিজি বিমানটি রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করে।এর পর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হবার পূর্বে পাইলট বিমানটির চালকআসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন। গত শতাব্দীর শেষ দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভ‚মিতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো কিনেছিল ভারত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here