গাজীপুরে আ.লীগ নেতা শিরিষ গ্রেপ্তার

0
51
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে আজ সোমবার সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) নাজির আহমেদ খান আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পথসভায় নৌকা ছাড়া কাউকে ভোট দিতে কেন্দ্রে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেন শিরিষ। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নির্বাচনের এক দিন আগে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলের মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে শিরিষকে গ্রেপ্তার করা হয়। তিনি পূবাইল মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মহানগরীর গাছা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গাছা থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুর রহমান শিরিষ কাউন্সিলর। এর আগে তিনি পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনেও তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। নির্বাচনী সভায় ত্রাস সৃষ্টিকারী বক্তব্য দেওয়ায় নির্বাচনের একদিন আগে বিকেলে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here