দিনাজপুর লায়ন্স ক্লাবের ৪৮ তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

0
84
728×90 Banner

দিনাজপুর প্রতিনিধ: আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর শিশু নিকেতনে (বালিকা এতিমখানা) লায়ন্স ক্লাব অব দিনাজপুর জেলা ৩১৫ এ২ -বাংলাদেশ আয়োজিত ৪৮তম অভিষেক অভ্যার্থনা অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এবং লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ২০২৪-২০২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট বাদশা ইমাম আরাফাত, সেক্রেটারি লায়ন মোঃ শাহ আলম ও ট্রেজারার লায়ন মোঃ সাইদুর রহমান সরকারসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দদের শপথ বাক্য পাঠ করান ৩১৫ এ২ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ ও সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম পিএমজেএফ।অভিষেক অনিষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫ এ২ এর রিজিশয়ন চেয়ারপারসন-হেডকোয়ার্টার্স এবং দিনাজপুর লায়ন্স ক্লাবের ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ।অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন এম এ খালেক ও দ্বিতীয় পর্বে সভাপতিত্বে করেন লায়ন বাদশা ইমাম আরাফাত।দিনাজপুর লায়ন্স ক্লাবের ২০২৪-২০২৫ মেয়াদের কর্মকর্তাবৃন্দ হলেন; প্রেসিডেন্ট বাদশা ইমাম আরাফাত, আইপিপি লায়ন এম এ খালেক, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান মন্ডল, সেক্রেটারি লায়ন আলহাজ্ব মো. শাহ আলম, ট্রেজারার লায়ন মো. সাইদুর রহমান সরকার, টেমার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, টেইল টুইস্টার লায়ন শাহানা ইসলাম, ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, ডিরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান ও ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান।দিনাজপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ তিন জন বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন । তারা হলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ এবং বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জি. মো. আমজাদ হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. সাইদুর রহমান সরকার।উক্ত অনুষ্ঠানে মাস্টার অব সিরিমনি হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন মো. মাসুদ রানা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here