

জাহাঙ্গীর আকন্দ : ঈমান, আমল ও আখলাক, দাওয়াত ও তাবলীগ সম্পর্কে তাবলীগী বুর্জুগ, ইসলামী চিন্তাবিদ, আলেম ও ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এর আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাদ মাগরিব শুরু হয়েছে শুরায়ী নেজামের তত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিন বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়।
ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়ক পথ, নৌপথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে শরীক হন এই বৃহত্তম জুমার জামাতে। দুপুর ১টা ৪৩ মিনিটে শুরু হওয়া জুমার জামাতে ইমামতি করেন বাংলাদেশের তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি, কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের সাহেব। জুমা নামাজের পর বয়ান করেন জর্ডানের জিম্মদার শেখ ওমর খতিব সাহেব, তরজমা করেছেন মাওলানা জাকির সাহেব। বাদ আছর বয়ান করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ। বাদ মাগরিব বয়ান করেন আহমদ লাট সাহেব।
বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রায় দুই সহ¯্রাধিক প্রতিনিধিসহ লাখো মুসল্লিরা অংশগ্রহণে অসীম, অনন্ত ও প্রেমময় আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত বন্দেগি আর কোরআন হাদিসের আলোচনায় বিশ্ব ইজতেমার বিশাল প্যান্ডেলে এখন পবিত্র ধর্মীয় পরিবেশ বিরাজ করছে। আগামী রবিবার দুপুরের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় মহা-সমাবেশের প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে।
ইজতেমা মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘জুমার নামাজের অংশ নিতে প্রায় বিশ লাখ মুসল্লি ময়দান ও তার আশপাশের সড়ক ও এলাকায় অংশ নিয়েছেন। নামাজ শেষে এখন বয়ান হচ্ছে। দেশ ও বিদেশ থেকে এখনো মুসল্লিরা ময়দানে আসছেন।
নিরাপত্তা ব্যবস্থা : শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার অনেক মুল্লিরা এখানে আসেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্তভাবে চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।
বিদেশি মেহমান : বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরায় বিদেশীদের প্রতিটি খিত্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি ময়দানে অবস্থান করছেন।
ইজতেমায় ৩৮ মুসল্লির অসুস্থ : বিশ্ব ইজতেমায় আগত একজন বিদেশী, পাচজন পুলিশসহ ৩৮জন মুসল্লি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে এক পুলিশ সদস্য এছাড়াও বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন অনেকে।
ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু : বিশ^ ইজতেমায় শুক্রবার বিকেল পর্যন্ত ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, ঠাকুরগাও জেলার আমিনুল ইসলাম (৪০), খুলনা জেলা আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও শেরপুর জেলার ছাবেদ আলী (৭০) এর মৃত্যু হয়।
এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা ২ পর্ব ৩ ধাপে অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর অনুসারীরা প্রথম পর্ব দুই ধাপে শুরু করবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব ইজতেমা শুরু হবে। যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
