
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: বুধবার (৩ এপ্রিল) নড়াইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ –জামান মুন্সি, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় দ্বন্দ্ব-সংঘাত নিরসন, অতি অল্প সময়ে ঝামেলা ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স প্রদান সহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপস্থিত সকলেই পুলিশ সুপার, নড়াইল ভ‚য়সী প্রশংসা করেন। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দুর্নীতি প্রতিরোধে কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়।
