টঙ্গীতে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

0
156
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গীতে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে টঙ্গীর ইউনাইটেড মডেল একাডেমীতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান, পূর্ব থানার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৪৩ নং ওয়ার্ডের সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সংগঠনের পূর্ব থানার সহ-সভাপতি সোবহান ইকবাল, কোষাধ্যক্ষ সোহেল ভূঁইয়া, পশ্চিম থানার সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনি, ৫০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, পাগার সুর্যোদয় ক্যাথলিক স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরি লিলি, সাতাইশ ফুলকলি একাডেমির প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান বলেন, কিন্ডারগার্টেন স্কুলে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে। সরকার কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ।
মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা, সহজ শর্তে নিজ বিদ্যালয়ের নামে বোর্ড পরীক্ষার অনুমোদন, সরকারি উদ্যোগে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা ও বছরের শুরুতেই সকল শিক্ষার্থীর বই বিতরণ নিশ্চিত করার দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here