

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-জয়দেবপুর রোডের পাশে অবস্থিত চান্দনা ডাকঘর এখন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়। সাবেক বাসন ইউনিয়ন ভবন যেখানে অনেক দিন ধরে ডাকসেবা চালু ছিল। সেই ভবনটি এখন স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয় করা হয়েছে।
এদিকে সরকারি জায়গায় দলীয় কার্যালয় বানানোতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, চান্দনা চৌরাস্তার সড়ক ভবনের দেয়াল ঘেঁষে সাবেক বাসন ইউনিয়ন ভবনটি এখন সিটি করপোরেশনের আওতাধীন। সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়৷ তবে সেখানে বছরের পর বছর ধরে চান্দনা ডাকঘর-১৭০২ এর কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার বিকালে সরেজমিন দেখা যায়, চান্দনা ডাকঘর যেখানে ছিল সেখানে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয়ের নাম লেখা। রয়েছে একাধিক ব্যানার ও পোস্টার। মূল ভবনের বাহিরে পাশের একটি ছোট কক্ষ ডাকঘরের জন্য নির্ধারণ করা হয়েছে। ডানপাশে একটি কক্ষে সাঁটার লাগানো। সেখানে লেখা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৪-৫ দিন আগে থেকেই বিএনপির অঙ্গসংগঠনের কার্যালয়ের জন্য ভবনটিতে লেখালেখি ও ফেস্টুন টাঙানো হয়েছে; কিন্তু এটি সাবেক পৌরসভার ভবন তবে এখন এটির দায়িত্ব সিটি করপোরেশনের। সরকারি সম্পত্তিতে দলীয় কার্যালয় হয় এটি আমাদের জানা ছিল না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনও এটি করার সাহস করেনি।
গাজীপুর বাসন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনসুর বলেন, ওখানে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় হয়েছে আমি জানি না। আমি আহ্বায়ক কিন্তু আমারও জানা নেই। কেউ করেছি কিনা সেটিও বলতে পারব না।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর যুবদলের এক নেতা বলেন, সরকারি স্থাপনায় কোনো দলীয় কার্যালয় হতে পারে না। কেউ হয়তো দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করেছে৷
চান্দনা ডাকঘরের পোস্টমাস্টার ফারজানা আক্তার বলেন, বিএনপির কার্যালয় হিসেবে আপাতত নিয়েছে। তারা অফিস করেছে কিছুদিনের জন্য। তারা কিভাবে কার্যালয় করেছে জানি না। আমাদের অফিস ওখানেই আছে, একটু সাইডে আসছি শুধুমাত্র।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, রাজনৈতিক দলের অফিস সরকারি জায়গায় করা যায় না। আর বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি আমাদের জায়গা কিনা।
