
ডেইলি গাজীপুর প্রতিবেদক: শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়ার উদ্যোগে ৪ এপ্রিল, বৃহস্পতিবার সকালে সাফাইশ্রীস্থ সংগঠনের কার্যালয়ে উপজেলার প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়ার সভাপতি মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কাজী আবদুল লতিফ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষক নেতা সাজেদুল মোনায়েম, কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আইন উদ্দিন, শিক্ষক নেতা অধ্যাপক আলী এরশাদ হোসেন আজাদ, আলী মনসুর কিরন প্রমূখ। পরে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক রফিজ উদ্দিন মোল্লা, সহকারি মহাসচিব আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সোবহান, কর্মচারী আকবরসহ প্রয়অত সকল শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া বেশ কিছু প্রয়াত শিক্ষক-কর্মচারী পরিবারকে সমিতির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।






