সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0
133
728×90 Banner

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন এবং গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে নবীন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এরপর ট্রেজারার এর হাত থেকে উপহার এবং বর্তমান শিক্ষার্থীদের হাত থেকে ফুল গ্রহণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিরা একে একে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ট্রেজারার নবীনদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, আজ এই বিশ্ববিদ্যালয়ে পদার্পনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের সারা জীবনের যোগাযোগ তৈরি হয়ে গেল। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে হবে। তোমাদের আরও বেশি জ্ঞান চর্চা করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহমুদ আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. শাহিদুর রহমান খান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর মো. ইমামুনুর রহমান, ৭ বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতি সনেট কুমার সাহার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।সংবাদ বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here