শাকিব খানের সঙ্গে এবার প্রিয়াঙ্কা চোপড়া!

0
145
728×90 Banner

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : ঢালিউড সুপারস্টার চলচিত্র অভিনেতা (নায়ক) শাকিব খানের সঙ্গে এবার বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে। “ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা” সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। আর এ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন ‘ডন’ খ্যাত বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শোবিজ পাড়ায় এমনই গুঞ্জন এখন তুঙ্গে। এবার শাকিবের সিনেমায় প্রিয়াঙ্কা, গুঞ্জন তুঙ্গে।
জানা গেছে, নতুন এ সিনেমায় ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’র ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। আর তারই বিপরীতে বড় চমক হিসেবে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। যে গুঞ্জন চাঞ্চল্য ও উচ্ছ্বাস তৈরি করছে ভক্ত মহলে। অপরদিকে সিনেমাটিতে কলকাতার মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে বলে দাবি করছে কয়েকটি সূত্র। বাস্তব কাহিনি নির্ভর এ সিনেমায় শাকিব, মধুমিতার সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি সত্যি হলে তা ঢালিউড সিনেমায় সবচেয়ে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছেন সিনেমা বোদ্ধা ও দর্শকরা।
খোঁজ খবর নিয়ে জানা যায়, একই সঙ্গে গুঞ্জন সত্যি হলে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সব পরিকল্পনা মতো এগোলে চলতির বছরের মাঝামাঝিতে শুরু হবে সিনেমার শুটিং।
শোনা যাচ্ছে, সিনেমাটির বাজেট যেহেতু বড়, তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের। যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি অ্যাকশন ঘরানার। ২০২৬ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here