টঙ্গীতে বিআরটি ড্রেন থেকে নিখোঁজ জ্যোতির জুতার সন্ধান

0
69
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের অরক্ষিত গভীর ড্রেনে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। গতরাতে নিখোঁজ হওয়া ওই নারীর সন্ধানে দমকল বাহিনীর ডুবুরি দল কাজ করছেন। এখনো তার সন্ধান মিলেনি। তবে ড্রেন থেকে ওই নারীর জুতা পাওয়া গেছে বলে দমকল বাহিনীর টঙ্গীর সিনিয়র অফিসার শাহিন আলম দাবি করেছেন। নিখোঁজ ওই নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (২৬) বলে তাঁর স্বজনদের দাবি।
প্রত্যক্ষদর্শী সোহাগ জানান, রোববার রাত ৮টার দিকে ওই নারী হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য তিনি (প্রত্যক্ষদর্শী) সাথে সাথে ড্রেনে ঝাঁপ দেন। কিন্তু ততক্ষণে পানির স্রোতে ওই নারী ঢাকনাযুক্ত ড্রেনের গভীরে নিখোঁজ হয়ে যান। দমকল বাহিনীতে খবর দেয়া হলে ঘটনার পর থেকে শেষ রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও ওই নারীর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জ্যোতির চাচাতো বোন সামিয়া আক্তার নিঝুম জানান, ডুবুরিরা ড্রেন থেকে যে জোড়া জুতা উদ্ধার করেছে সেটি তার বোন জ্যোতির এবং তিনিই জ্যোতিকে ওই জুতা কিনে দিয়েছিলেন। জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করে এবং মনি ট্রেডিং করপোরেশন নামের একটি কোম্পানির মার্কেটিং প্রতিনিধি হিসেবে চাকরি করেন। ঘটনার সময় তিনি টঙ্গীর ইমপেরিয়াল হাসপাতালে তাদের কোম্পানির পণ্যের পরিচিতি তুলে ধরতে ডাক্তার ভিজিটে এসেছিলেন। মহাসড়ক থেকে ড্রেনের ওপর দিয়ে হাসপাতালে যেতে চাইলে তিনি ড্রেনের গর্তে পড়ে যান। বৃষ্টির পানিতে মহাসড়ক ও ড্রেন তলিয়ে যাওয়ায় অসাবধানতা বশত: তিনি এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, একটি সেবামূলক প্রতিষ্ঠানের সামনে ড্রেনের ওপর কোনো ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সিটি করপোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনার দায় এড়াতে পারে না। একটি গুরুত্বপূর্ণ জায়গায় ড্রেন অরক্ষিত রাখা মোটেই ঠিক হয়নি।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার মো: শাহিন আলম জানান, গতকাল রাতে নিখোঁজ ওই নারীকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ড্রেনের বিভিন্ন অংশ খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। সাতজন ডুবুরিসহ তারা মোট ২২জন ওই নারীকে উদ্ধারে কাজ করছেন।
তিনি বলেন, ‘ড্রেনের গভীরতা বেশি, পানির প্রবল স্রোত এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে ড্রেনের ওপরের স্লাব না সরানোর জন্য উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হয়।’
তিনি জানান, রাত ৪টার দিকে ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়।
এদিকে নিখোঁজ ওই নারীকে উদ্ধার করতে বিলম্ব হওয়ায় রোবার রাত ১১টা ১০ মিনিটের দিকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় পানির স্রোতে অজ্ঞাত এক নারী অসাবধানতাবশত মহাসড়কের পাশের অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ নারীকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here