
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নির্মান কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাফুজুর রহমান মন্নুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কৈলাশ কনস্ট্রাকশনের মালিক মঞ্জুরুল করিম নান্নু প্রমূখ। জানাগেছে, সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান হবে চারতলা ফাউন্ডেশন দিয়ে। একতলার ভবনের সিড়িসহ ৬কক্ষ নির্মান কাজ শেষ করা হবে। ভবনের নির্মান ব্যায় ধরা হয়েছে প্রায় ৭৪ লক্ষ টাকা। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
