টঙ্গীতে বারাকা নারী ড্রপ ইন সেন্টারের উদ্যোগে পুষ্টি সহায়তা প্রদান

0
108
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ সোমবার টঙ্গীর নতুনবাজার এলাকায় বারাকা নারী ড্রপ ইন সেন্টার এর উদ্যোগে পুষ্টি সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ড্রপ ইন সেন্টারের সুরক্ষা- কমিটির সদস্য জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এবং নারী ড্রপ ইন সেন্টারের কর্মী বৃন্দ। বারাকা নারী ড্রপ ইন সেন্টারের এর উদ্যোগে আগষ্ট ২০২২ সাল থেকে রাস্তায় বসবাসরত চরম ভাবে অবহেলিত গর্ভবতী নারী ও অপুষ্ট শিশুদের মাসে দুইবার পুষ্টি সার্পোট প্রদান করা হয়। ২ জন গর্ভবতী মা ১৪ জন শিশু এবং ১জন কোলের শিশুকে পুষ্টি সহায়তা করা হয়। গর্ভবতী মাকে ১ বোতল হরলিক্স, ১২ পিছ ডিম, ১ লিটার দুধ, ১ কেজি মুড়ি, ২পিছ অনার, ১ প্যাকেট বিস্কুট প্রদান করা হয়। প্রত্যেক শিশুকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১২ পিছ ডিম, ৫০০গ্রাম দুধ, ১ কেজি পেঁপে, ১ কেজি আলু, ১ প্যাকেট বিস্কুট প্রদান করা হয়। সেবাগ্রহীতারা খুবই সন্তষ্টি প্রকাশ করেন।
বারাকা ( বাংলাদেশ মাদকাশক্ত চিকিৎসা সহায়তা ও পূর্নবাসন কেন্দ্র ) কারিতাস বাংলাদেশের একটি সেবাধর্মী প্রকল্প,যা ১৯৮৮ সাল থেকে অদ্যবধি মাদকনির্ভরশীল ব্যক্তিদের জন্য চিকিৎসা ও পূর্নবাসন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বারাকার সেবা কার্যক্রমের পরিধি বৃস্তিৃতি এবং সামাজিক সংকট মোকাবেলায় মানবিক দায়বদ্ধতা থেকে ২০১১ খ্রী: বারাকা নারী ড্রপ – ইন সেন্টার ( BARACA Female Drop -in Centre )” কার্যক্রম শুর হয়। বারাকা ফিমেল ড্রপ- ইন সেন্টার (BARACA Female DIC) হচ্ছে , রাস্তায় বসবাসরত এবং চরমভাবে অবহেলিত মাদকনির্ভরশীল বক্তিদের জীবনমান এবং ঝুঁকি হ্রাসের জন্য একটি নিরাপদ , স্বাস্থ্যসম্মত এবং সহিংসতা , হয়রানি ও মাদকমুক্ত পরিবেশ,যেখানে,সন্মান ও সহিৃদয়তার সাথে বৈষম্যহীনভাবে সেবা প্রদান করা হয় ,যেন ব্যক্তিগত ও সামাজিক ঝুঁকি হ্রাস পায়।
ফিমেল ডিআইসির কার্যক্রম সমূহঃ ঝুঁকিপূর্ন জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এইচআইভি/এইডস, বিভিন্ন যৌনবাহিত রোগ / সংক্রমন (STD/STI) এবং হেপাটাইটিস বি ও সি প্রভৃতি সংক্রমন প্রতিরোধ।
*ঝুকিপূর্ন আচরণ পরিবর্তনে সচেতন ও সহায়তা করা।*একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রদান করা।*প্রাথমিক স্বাস্থ্য সেবা।*পুষ্টি সহায়তা।*চিত্তবিনোদনের ব্যবস্থা করা।*মাদকনির্ভরশীল নারীদের সামাজিক নির্যাতন বন্ধ করা।* সমাজে নেতৃস্থানীয় ব্যক্তি ও সংশি¬ষ্ট জনপ্রতিনিধিদের সহায়তায় এবং এ্যাডভোকেসি বৃদ্ধি সহায়ক কার্যক্রমের মাধ্যমে মাদকনির্ভরশীল নারী ও যৌনকর্মীদের মানুষ হিসেবে সমাজে গ্রহন যোগ্যতা তৈরী করা।*VCT( Voluntary counseling and testing) সেবা ।*রেফার ও চিকিৎসা গ্রহনে উদ্বুদ্ধ করা ।*বৃত্তিমূলক প্রশিক্ষন ইউনিট ও আয়বর্ধনমূলক কার্যক্রম করতে সহায়তা দান ।*ঝুঁকি পূর্ণ যৌন মিলন থেকে বিরত থাকতে সহায়তা করা।*যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ ও তথ্য প্রদান ।

 

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here