টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেপ্তার ৪

0
56
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম ও তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার রাতে তাদের কেরানিরটেক বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রুনা বেগম (৩০) কেরানিরটেক বস্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদিরের মেয়ে। সহযোগী তিনজন হলো- একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।
পুলিশ জানায়, রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড হিমারদিঘী আমতলী কেরানীর টেক বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসয় ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রুনা বেগম ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হিরোইন ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here