ফায়ার ফাইটার শামীমের গ্রামের বাড়িতে শোকের মাতম

0
82
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যুর খবরে গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর-পিজাহাটিতে চলছে শোকের মাতম। ঢাকার টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি দগ্ধ হন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ বিষয়ে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, টঙ্গীতে রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন।
শামীম আহমেদ টঙ্গীতে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগদান করেন ২০০৪ সালের ১৬ আগস্ট। মৃত্যুকালে তার স্ত্রীসহ ৩ জন সন্তান রয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নেয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ডিএডি হাফিজুর রহমান বলেন, বিকালে শামীম আহমেদের মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতাল থেকে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গ্রামের বাড়ি কেন্দুয়ায় আনা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here