

মোঃ শাহজালাল দেওয়ান,তুরাগ-ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর উদ্যোগে ৫৩ নং ওয়ার্ডের রানাভোলা কাউন্সিলর কার্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। আয়োজক চাঁন মিয়া বেপারীর সভাপতিত্বে এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন,হিন্দু-মুসলমান আমরা সবাই এই দেশের মানুষ। আমাদের পারস্পরিক সম্পর্ক যেন আরও সুন্দর হয়, সেটিই আমাদের মূল চাওয়া-পাওয়া। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আজকের এই আয়োজন। বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জন্য এ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,ইসলাম ধর্মেও বলা আছেসব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রেখে সমাজে বসবাস করতে হবে। আমরা চাই সমঅধিকার ও সৌহার্দ্যের ভিত্তিতে সবাই মিলে একসাথে চলতে। এক টেবিলে বসে চা খেতে, সুখ-দুঃখ ভাগাভাগি করতে, একসাথে দেশকে এগিয়ে নিতে পারি। এভাবেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আয়োজক চান মিয়া বেপারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, আলহাজ্ব আবু তাহের খান আবুল, বিপ্লব হোসেন, আলি আহমেদ, রফিক মোল্লা, সাঈদ হাসান সাগর, তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার,যুবদল নেতা মাসুদ রানার সম্রাট সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষও উপস্থিত হয়ে উপহার সামগ্রী গ্রহণ করেন এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর এই উদ্যোগকে স্বাগত জানান।






