

স্টাফ রিপোর্টার : টঙ্গীর রাইজিং সান একাডেমি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে জসিম উদ্দিনের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, রাইজিং সান একাডেমির পরিচালক তৌহিদুল ইসলাম, জহির উদ্দিন, সোবাহান ইকবাল, মোসলেউদ্দিন রাজিব, ওহিদুল্লাহ ও চাঁন মিয়া প্রধান প্রমুখ।






