

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অগ্নিকান্ডে ৬টি পাটের ও প্লাস্টিকের বস্তার গুদাম পুড়ে গেছে।আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয় বউ বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারপাশের গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে গুদামে রক্ষিত পাটের বস্তা ও প্লাস্টিকের বস্তাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, টঙ্গীর বউবাজার এলাকায় চটের ও প্লাস্টিকের বস্তার গুদামে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।






