সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
87
728×90 Banner

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে সাপাহার উপজেলা সদরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে সাপাহার সদর জয়পুর ফিলিং স্টেশন মোড়ে এই অভিযান চালায় আদালত। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অভিযানে সাপাহার থানার এ এস আই আতাউর এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
এ সময় ইউএনও বলেন মানুষ অসতর্কতা অবলম্বন করার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে এজন্য আমরা সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। যা অব্যাহত থাকবে এতে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দূর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ আরও বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতিত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতিত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ও হেলমেট বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here