নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে দস্যুদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫০

0
188
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এই ডাকাতরা গবাদিপশু লুন্ঠন, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত। গত শুক্রবার দেশটির সরকারী কর্তৃপক্ষ একথা জানিয়েছে। জামফারা প্রদেশের পার্লামেন্টের স্পিকার সুনউসি রিকিজি সাংবাদিকদের বলেন, জামাফারা প্রদেশের কাউরান নামোদার সাকাজিকি গ্রামে গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্যরা জঙ্গলে দস্যুদের মোকাবিলা করে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।’ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্পিকার আরো বলেন, নিহতদের মধ্যে মিলিশিয়া বাহিনীর সদস্য স্থানীয় মানুষও রয়েছেন। স্থানীয়রা দস্যুদের মোকাবিলায় মিলিশিয়াদের ডাকে তারা সাড়া দিয়েছিল। দস্যুরা দীর্ঘদিন ধরেই জামফারার গ্রামীণ বসতিগুলোতে হামলা চালিয়ে আসছে। তারা গ্রামগুলোতে হামলা চালিয়ে গবাদিপশু চুরি করে, বাড়িঘর জ¦ালিয়ে দেয়, খাদ্যশস্য লুটে নিয়ে যায় ও মুক্তিপণের জন্য গ্রামবাসীদের অপহরণ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here