এসিড কারখানা বন্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

0
259
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে এসিড কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সকালে কালিয়াকৈরের জামালপুর চৌরাস্তা মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে তারা ওই এলাকার চারটি সড়কে গাছের গুড়ি ফেলে দুই ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখে। এসময় ওই সড়ক গুলোতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের বুঝিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।
মানববন্ধনে এলাকার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এমইএইচ আরিফ ইনস্টিটিউট, জামালপুর ক্যামব্রিয়ান স্কুল, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশুলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লষ্করচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ যোগ দেয়।
ওই এলাকার বাসিন্দা হাজী মাইনুদ্দিন জানান, গত ১৫ বছর আগে মৌচাক-চা বাগান- ফুলবাড়িয়া সড়কের পাশে গুড উইল বেসিক কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ নামে একটি কারখানা গড়ে উঠে। এর পর থেকে তারা ওই কারখানায় বিষাক্ত কেমিক্যাল উৎপাদন করতে থাকেন। কারখানার উৎপাদন শুরু হলে এর কেমিক্যালের ঝাজালো গন্ধে এলাকার সাধারণ মানুষ রাস্তায় হাঁটাচলা এমনকি ঘরে থাকতে পারেন না। বিষাক্ত কেমিক্যালের গন্ধে শ্বাসবন্ধ হয়ে আসে। অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা লেখাপড়া ব্যাহত হয়। কারখানার বিষাক্ত কেমিক্যালে এলাকার গাছপালা মরে যাচ্ছে। এছাড়া ফসলি জমিতে কোন ফসল ফলছে না।
স্থানীয়রা জানায়, এ বিষাক্ত এসিড কারখানাটি বন্ধের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বারবার জানানো হলেও কারখানাটির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। স্থানীয়রা অবিলম্বে এ কেমিক্যাল কারখানাটি বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের জন্য যোগাযোগের চেষ্টা করা হলে কারখানাটি বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here