প্রেসিডেন্টের দল মালদ্বীপের নির্বাচনে এগিয়ে

0
194
728×90 Banner

ডেইলি গাজীপুর আর্ন্তজাতিক: মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের দল বড় ধরনের জয় পাওয়ার পথে রয়েছে বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে।
মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) দেশটির পার্লামেন্টের ৮৭ আসনের মধ্যে প্রায় ৬০টিতে জয় পেতে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, খবর বিবিসির।
রোববার চ‚ড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এমডিপি নির্বাচনে জিতলে তা দলটির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দেশে ফেরার বিষয়টিকে জোরদার করবে। গত বছরের প্রায় শেষ দিক পর্যন্ত নাশিদ নির্বাসনে ছিলেন।
এমডিপির দাপ্তরিক টুইটার একাউন্টে পোস্ট করা ফুটেজে দলটির সমর্থকদের পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে ও নাচতে দেখা গেছে।
শত শত সমর্থক রাজধানী মালেতে জড়ো হয়ে বিজয় উৎসব করছেন। উৎসবে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ নাশিদ।
নির্বাচনের এই ফলাফল মালদ্বীপের গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে বিবিসির কাছে করা মন্তব্যে জানিয়েছেন নাশিদ।
২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।
নির্বাচনী প্রচারণায় তার দল বিচার ব্যবস্থার সংস্কার, মত প্রকাশের স্বাধীনতার পৃষ্ঠপোষকতা করা ও গণতন্ত্রের প্রতিশ্রæতি দিয়েছিল।
কিন্তু প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের শাসনকালে ২০১৬ সালে বিতর্কিতভাবে নাশিদকে সন্ত্রাসবাদের দÐাজ্ঞা দিয়ে নির্বাসনে যেতে বাধ্য করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে তার রাজনৈতিক সহযোগী সোলিহ অপ্রত্যাশীতভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নাশিদ দেশে ফিরেন।
পার্লামেন্ট নির্বাচনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেলে এমডিপি ক্ষমতা সংহত করতে পারবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করতে পারবে।
দলটি জানিয়েছে, তারা বিচার ব্যবস্থা ও পুলিশের ওপর বিদ্যমান রাজনৈতিক প্রভাব হ্রাস ও দুর্নীতি বন্ধ করতে চায়।
অর্থনীতির ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমিয়ে ঐতিহ্যবাহী মিত্র ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পরিকল্পনা আছে দলটির।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here