
মোঃ ইলিয়াছ মোল্লা: রাজধানীর তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট সহ হাজী মোক্তার হোসেন ওরফে ডিলার মোক্তার (৫০) ও শহিদুল ইসলাম শহিদ (৪০) নামে ২মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ । রোববার দিনগত রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত হাজী মোক্তার হোসেন ওরফে ডিলার মোক্তার, তুরাগের ভাটুলিয়া এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে । গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম শহিদ মুন্সিগঞ্জ জেলার, টঙ্গীবাড়ি থানার, শিমুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে । বর্তমানে টঙ্গী প‚র্ব থানার আরিচপুর এলাকার, ওহাব মাতব্বর সড়কের দুলাল ভিলার ভাড়াটিয়া । এরা তুরাগের কুখ্যাত ইয়াবা ডিলার বলে জানাগেছে। তুরাগ থানার এস আই শাহিন হোসেন খান ও এ এস আই হরিদাস রায় জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা ডিলার হাজী মোক্তার হোসেন ওরফে ডিলার মোক্তার দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল । রোববার দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের সাহেব আলী মাদ্রাসা সংলগ্ন নিটোল অটো মোবাইলের সামনে অভিযান চালিয়ে মাদক ক্রয়- বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই । এসময় হাজী মোক্তার হোসেন ওরফে ডিলার মোক্তারের দেহ তলাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও শহিদুল ইসলাম শহিদের দখল হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে, তুরাগ থানার ওসি তদন্ত মোঃ সফিউলাহ বলেন, মাদক বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। যার নং ৯ তাং ৭/৪/২০১৯ইং ।






